জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘একজন ব্যক্তি ও গোষ্ঠীর ঔদ্ধত্য এবং ক্ষমতায় চিরস্থায়ী হওয়ার একাগ্র বাসনা দেশের কী পরিস্থিতি তৈরি করতে পারে, তা আমরা দেখেছি। শুধু নির্বাচন ঠিকভাবে করলে শেখ হাসিনাকে পালাতে হতো না। তিনি এই দেশেই থাকতে পারতেন। কিন্তু নির্বাচনে হারতে পারেন, এই ঝুঁকি তাঁরা নিলেন না। ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য তাঁরা সব প্রতিষ্ঠান শেষ করেছেন।’
আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন। ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পর্যালোচনা ও জনতার অধিকার’ শীর্ষক এই সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার আন্দোলন চট্টগ্রাম।
সভায় লেখক আনু মুহাম্মদ ‘গণ-অভ্যুত্থান, বৈষম্য ও ভবিষ্যতে করণীয়’ বিষয়ে দীর্ঘ বক্তৃতা দেন। এতে তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শেখ হাসিনার সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। ব্যাংক লুটপাট করে কিছু গোষ্ঠী বিত্ত ও ক্ষমতা বাড়িয়েছে। সিভিল ও মিলিটারি ব্যুরোক্রেসির (আমলাতন্ত্র) হাতে অসম্ভব ক্ষমতা দেওয়া হয়েছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র রাশিয়া যা চেয়েছে, তার চেয়ে বেশি দিয়েছে সরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


