"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম। কমিটি থেকে হাসিব কে তিন দিনের মধ্যে এই ধরণের মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে শোকজ করা হয়েছে।
শুরুতে আন্দোলন কোটা নিয়ে থাকলে সময়ের সাথে সাথে তা সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। ঐ সময় মেট্রোরেলে আগুন দেয়া হয়। বাংলাদেশের রাস্ট্রীয় বাহিনী পুলিশের উপর যাত্রাবাড়ী, সিরাজগঞ্জ সহ বিভিন্ন থানায় ব্যাপক হামলা হয়। শুরু থেকেই পুলিশের অযাচিত বলপ্রয়োগ জনরোষের সৃষ্টি করে। পুলিশের সরকার দলীয় বাহিনী হয়ে কাজ করাতে মানুষের ভিতর তীব্র ক্ষোভ পুঞ্জিভূত হয়। তাই এই আক্রমণ কে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পুলিশকে উচিত শিক্ষা দেয়া হয়েছে বলে মনে করে। তবে থানায় আগুন জ্বালিয়ে পুলিশ হত্যার সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা থাকার সম্ভাবনা নাই বললেই চলে। বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হয়েছে শেখ হাসিনার অনুগত আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে মেট্রোরেল, বিটিভি ভবনে আগুন দেয়া হয়। এসব বিষয়ে সাধারণ জনগণ কে মিডিয়ার দেয়া তথ্যের উপর আপাতত নির্ভর করতে হচ্ছে।
বিপ্লব হয়েছে ঠিক আছে কিন্তু পুলিশকে পেটিয়ে মারা , মেট্রোরেলে আগুন দিয়ে তা সম্ভব হয়েছে এই ধরণের মন্তব্য সঠিক নয়। মূলত পাবলিকের রাস্তায় নামার পিছে আবু সাইদের মৃত্যু, ছাত্রলীগের নারী শিক্ষার্থী দের মারধর, ডিবি হারুনের নাটক সহ বিভিন্ন বিষয় আন্দোলনে ট্রিগার হিসাবে কাজ করেছে।
স্বৈরাচারের পতন ঘটিয়ে নিজেকে আগাম বিজয়ী ভেবে বক্তব্য দেয়া ঠিক নয়। যেখানে সরকার সহ দেশের মানুষ প্রতি বিপ্লবের আশংকায় রয়েছে এমন মন্তব্য করে প্রতিপক্ষ কে সুযোগ করে দেয়া হচ্ছে কিনা তা নিয়ে ভাবনার যথেষ্ট অবকাশ আছে। মিডিয়ার টকশো তে করা মন্তব্যের প্রচারে আরো সাবধানতা অবলম্বন করতে হবে।