কষ্ট
তোমার কষ্টগুলো আমায় দেবে
ভয় নেই... এমনি এমনি নেব না
ভালো দামে কিনে নেবো।
কি দেবে?
ও আমায় চিনলে না বুঝি..!
আমি কষ্ট কিনি, মানুষের কষ্ট,
ভালো মানুষের কষ্ট
লাল কষ্ট, নীল কষ্ট...
নানান রংয়ের কষ্ট
সব রকমের কষ্টই কিনি
কিনি না শুধু কালো রংয়ের কষ্ট
কালো কষ্ট, নষ্ট মানুষের কষ্ট, পাপের কষ্ট।
আমার কষ্ট কেনার গল্প শুনবে?
ছেলেবেলায় কষ্ট পেলে খুব কাঁদতাম
ঐ ডোবার পাড়ের পুরনো বটগাছটার তলে গিয়ে
একা একা আপন মনে কাঁদতাম।
বটতলার পাগল বুড়োটা আমার কান্না থামাত
বলত,"শোনরে পাগল, জগতে দুই রকমের মানুষ আছে,
একদল মানুষ শুধু কষ্ট পায়, এটা তাদের নিয়তি
আর আরেকদল সুখে থাকে, এটাও নিয়তরই বিচার
তুই প্রথম দলে, কষ্ট পেলে কাঁদতে নেই
মনে রাখিস তুই কষ্ট পেলে আরেকজন সুখে থাকবে।"
মনে মনে ভাবতাম পাগল বুড়ো
কি সব আবল তাবোল বলে
এখন আমি জানি আমি বুড়োর কথাই সত্যি
তাই এখন আমি শুধু কষ্ট কিনি
ভালো মানুষের কষ্ট।
এবার আমায় দেবে তো তোমার কষ্টগুলো
তোমার কষ্ট নীল কষ্ট
অনেক মায়া গড়া বেদনার নীল কষ্ট
আমি ভালো দাম দেব।
একটু জলদি কর
এরপর ঐ পাশের বাসার খোকা বাবুর কষ্ট কিনতে যাব
ওর মনে অনেক কষ্ট
ওর পোষা ময়নাটা গতকাল মরে গেছে
ওর কষ্ট, লাল কষ্ট ।
এরপর তোমার মনে কষ্ট জমলে আমায় খবর দিও
আমি ভালো দামে কিনে নেব
আর নয়তো চোখের জলে কবিতায় লিখে
সাগরের জলে ভাসিয়ে দিও
আমি নোনাজল ছেঁকে ঠিক তা তুলে নেব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




