মানুষের জন্য সমাজ না সমজের জন্য মানুষ।
প্রাচীন সমাজ ও আজকের সমাজ তো কত ভিন্ন।
যা মানুষের প্রয়োজনে বদলিয়েছে বার বার ।
তবে আজো কেন সমাজের নির্মমতার বলি হতে হয় মানুষকে।
পৃথিবীর মতো মানুষও আর্বতিত হয় সমাজ সংসারের ঘূর্ণাবর্তে।
সমাজ যদিও একটি চলমান প্রক্রিয়া।
সমাজের প্রয়োজনে পরিবর্তন আসবেই মানুষের চেতনায়।
অপেক্ষা...অপেক্ষা... শুধু অপেক্ষা তার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




