যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
অভিযুক্ত ওই শিক্ষক হলেন নাটক ও নাট্যতত্ব বিভাগের সানোয়ার হোসেন সানি (আহমেদ সানি)।
শনিবার সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তে বলা হয়- যৌন নিপীড়নে অভিযুক্ত নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন সানিকে (আহমেদ সানি) সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়েছে এবং বধ্যতামুলক দুই বছরের ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এছাড়া সানিকে বিভাগে লাঞ্ছিত করার ঘটনায় বহি�কৃত ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট নাটক ও নাট্যতত্ব বিভাগের সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের মাধ্যমে শিক্ষক মহলের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে বলেও সিন্ডকেট সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. আবদুল্লাহ হেল কাফির বিষয়টি হাইকোর্টের মাধ্যমে নিস্পত্তি হবে বলে সিন্ডকেটে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৩১ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





