রমযানে প্রতিদিনই কাচাবাজারের দাম বাড়ছে হু হু করে। কাঁচামরিচের দাম তার ঝালের মত ঝলছে উঠছে। তারপর মরার উপর খাড়ার ঘায়ের মত নিচের খবরটা চোখে পড়ল।
বেশি দামে পণ্য বিক্রি: পৌনে ৩ লাখ টাকা জরিমানা
Tue, Aug 17th, 2010 9:14 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাজধানীর ১২ দোকান মালিককে জরিমানা করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য মনিটরিং টিম এদিন নগরীর বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে মোট ২ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করে।
অভিযানে নিউ মার্কেটের হোসেন স্টোরকে ৫০ হাজার টাকা, শাহীনুর স্টোরকে ২৫ হাজার টাকা, হাতীরপুল বাজারের লিটন স্টোরকে ২০ হাজার, মিন্টু স্টোর ২০ হাজার, মেসার্স ভাই ভাই স্টোর ৫০ হাজার ও মিতালী স্টোর ৫ হাজার টাকা, কারওয়ান বাজারের আমিন স্টোর ৫০ হাজার ও আখি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফার্মগেটের কলমীলতা মার্কেটের মৌসুমী স্টোর, কাঞ্চন স্টোর ও রায়পুরা স্টোরকে বিভিন্ন অংকের জরিমানা করে মনিটরিং টিম।
এসব প্রতিষ্ঠানে বিক্রির জন্য সংরক্ষিত চিনি, সয়াবিন তেল, পামসুপার ও পাম তেলের বিক্রয় মূল্য নির্ধারিত দামের চেয়ে বেশি ছিল।
পুরো রমজান মাস জুড়ে এ অভিযান চলবে এবং একই বিপণীবিতানে একাধিকবার অভিযান চালানো হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা। ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আল আমিন, ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এবং র্যাব ও পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
রোজা শুরুর আগেই সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কিছু পণ্যের দাম বেঁধে দেয়। এর মধ্যে প্রতি কেজি চিনি ৪৭ টাকা, সয়াবিন তেল ৮০, পাম সুপার ৭৬ এবং পাম তেল ৭৩ টাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





