ওসমান হাদি ভাই তো জীবদ্দশায় স্পষ্ট বলেছিলেন—
“আমি প্রথম আলোর সামনে বিক্ষোভের পক্ষে না।
প্রয়োজনে প্রথম আলোর বিকল্প আরও ১০টা প্রথম আলো বানান।”
এই মানুষটা *ধ্বং’স চা’ইতে’ন না*।
তিনি *গঠন চাইতেন*।
তিনি চেয়েছিলেন চি’ন্তা, বিকল্প, বুদ্ধি—লু’ট’ত’রা’জ নয়।
কিন্তু আজ?
ওসমান হাদি ভাইয়ের নাম ব্যবহার করে—
কম্পিউটার কাঁ’ধে তু’লে নেয়,
ক্যামেরা, মনিটর, মালামাল নিয়ে বের হয়,
আর নিতে নিতে বলে—"সবি জনগনের মাল"
এই কাজগুলো কি ওসমান হাদির আদর্শের ধারেকাছেও যায়?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





