দুইদিনও হইল না মিউজিক ইন্ডাস্ট্রিতে আসছে আর স্ট্যাটাসের ছিরি দেইখা মনে হয় কোথাকার কোন এক গুণী বাল চইলা আসছে, ইন্ডিয়ান এক মোবাইল কোম্পানির কৃপায় তাগো টেলিফিল্মে দুই একটা হিট গান কইরাই 'এক্সপার্ট' মিউজিশিয়ানের ভং ধরছে। আরে মিয়া, পয়দা হইছ যাদের গান শুনতে শুনতে তাদেরকে যেভাবে আন্ডার ইস্টিমেট করলা যে তোমার সাহসের তারিফ না কইরা পারলাম না।
নিজেই যখন নিজের দেশের শিল্পীরে সম্মান দিতে শিখ নাই, তোমারে কোন বালে সম্মান দেয় দেখা যাবে। তোমাদের জন্মই হইছে ভারতের পা চাটাচাটি করার জন্য, সারা জীবন সেটাই কইরা যাইতে হবে। লাইফে আর কিছু পাও বা না পাও, মিউজিক কইরা সম্মান পাওয়া তোমার কপালে নাই।
© লিসান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


