![]()
ম্যারি সুলীভান কে হত্যার জন্য গ্রেফতার করা হয় তাকে। ১৯৭৩ সালে কারাগারে থাকবার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
২. এড গেনঃ
![]()
উইসকনসিন এর দুজন নারীকে হত্যা এবং স্থানীয় কবরস্থান ঠেকে মৃতদেহ চুরি করে তার চামড়া দিয়ে ঘরের বিভিন্ন জিনিষ বানাবার জন্য অভিযুক্ত করা হয়েছিলো তাকে।
৩. জুয়ান করোনাঃ
![]()
১৯৭৩ সালে ২৫ জনকে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়া রাজ্য তাকে ২৫ টি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
৪. জে. পি. ফ্রাঙ্কলিনঃ
![]()
২৭ টি খুনের জন্য দায়ী এই “হোয়াইট সুপ্রিমেসিস্ট”। ২০১৩ এর নভেম্বর এ মৃত্যুদণ্ড কার্যকর হয় তার।
৫. ডেভিড বারকোউইজঃ
![]()
৬ টি খুনের জন্য দায়ী ডেভিড বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
৬. কেনেথ বিয়ানচীঃ
![]()
১৯৭৭-১৯৭৮ এ ক্যালিফোর্নিয়াতে ৯ জন নারী হত্যার জন্য অভিযুক্ত করা হয় এই খুনিকে।
৭. ওয়েন উইলিয়ামসঃ
![]()
১৯৭৭-১৯৭৯ পর্যন্ত মোট ২২ টি খুনের জন্য দায়ী এই ব্যাক্তি ১৯৮২ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
৮. হেনরি লি লুকাসঃ
![]()
নিজের মা সহ আরও ৯ জনকে হত্যা করা এই মানসিক বিকৃত খুনিকে তৎকালীন টেক্সাস গভর্নর সিনিয়র বুষ ১৯৮৫ সালে অব্যাহতি দেন।
৯. রিচারড রামিরেজঃ
![]()
সস্বীকৃত “শয়তানের পূজারী” রামিরেজকে ১৯৮৯ সালে ১৩ টি খুনের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১০. আর. স্টিভেনসঃ
![]()
৪৫ টি খুনের জন্য ১৯৮৯ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১১. টেড বাণ্ডীঃ
![]()
১৯৭০ এর দশকে ১৬ জন নারীকে হত্যার জন্য ১৯৮৯ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১২. জেফরি ডেমারঃ
![]()
১৯৭৮-১৯৯১ পর্যন্ত ১৭ জনকে হত্যা এবং তাদের খেয়ে ফেলবার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং ১৯৯৪ তে কারাগারে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।
১৩. জন ওয়েনঃ
![]()
১৯৭২-১৯৭৮ পর্যন্ত ৩৩ জনকে হত্যার জন্য দায়ী।
১৪. ডেভিড রিফকিন ঃ
![]()
১৯৯১-১৯৯৩ পর্যন্ত ১৭ জন নারীকে হত্যার জন্য বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
১৫. চার্লসঃ
![]()
১৯৮৪-১৯৮৫ পর্যন্ত ১১ টি হত্যা করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৬. রবার্ট লি ইয়েটসঃ
![]()
১৯৯৬-১৯৯৮ পর্যন্ত ১৫ টি হত্যা করেন এবং বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে।
১৭. গ্যারি লিওনঃ
![]()
সর্বমোট ৪৮ টি খুনের জন্য দায়ী।
১৮. আইলিন উরনসঃ
![]()
২০০২ সালে ৭ জন পুরুষকে হত্যার জন্য এই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই খুনি পর্যটক অথবা যৌনকর্মীর ছদ্মবেশে পুরুষদের হত্যা করতো।
১৯. ডেরিক টড লিঃ
![]()
২০০১-২০০৩ পর্যন্ত ৬ জন নারী হত্যার সাথে জড়িত এই খুনিকে ২০০৪ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০. ড্যানি রোলিংঃ
![]()
১৯৯০-১৯৯১ পর্যন্ত মোট ৮ জনকে হত্যার দায়ে ২০০৬ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২১. এঞ্জেল মাচুরিনো রেসেন্দেজঃ
![]()
২০০৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই খুনি ১৯৯০ এর দশকের রেইলওয়ে খুন এর জন্য দায়ী।
২২. রবার্ট পিকটনঃ
![]()
২৬ টি খুনের জন্য ২০০৭ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
২৩. ডেনিশ রেডারঃ
![]()
১৯৭৭-১৯৯১ পর্যন্ত ১০ টি খুনের জন্য ২০০৫ থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
২৪. এন্থনি সোয়েলঃ
![]()
ইউ এস এক্স “ম্যারিন” এই খুনিকে ১১ টি হত্যাকাণ্ডের জন্য ২০১১ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২৫. চেষ্টার টারনারঃ
![]()
১৯৮৭-২০১১ পর্যন্ত মোট ১৪ টি হত্যাকাণ্ডের জন্য দায়ী এই খুনি।
তথ্যসূত্রঃ
১. সি. এন. এন
ইমেজঃ
১. সি. এন. এন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




