আসলে মজার ব্যাপারটা হলো কি জানেন খারেদ ভাই আমার তো প্রথম পাতায় মন্তব্য কারর অধিকার নাই, তাই হয়তো বা আমার ক্ষমতাটা ব্যবস্থাপকগণ খর্ব করে দিয়েছেন বলে আপনি আমার মন্তব্য দেখতে পারবেন না।
অবশ্য এইজন্য আমার কোন দুক্ষ নাই, আমি ফেসবুক অনেক দিন যাবত ব্যবহার করে আসছি বলে আমার যে অভিজ্ঞতা তার আলোকে কিছু বলি।
আমি কৌতুহল বসত এক আফ্রিকান মেয়েকে ফ্যেন্ড হিসেবে রিকোয়েস্ট পাঠাই তখন বাজে রাত ২.০০টা সঙ্গে সঙ্গে সে আমাকে এ্যাড করে ভালোভালো ম্যাসেজ দেয়, এক দিন যখন সে আমাকে তার বন্ধুদের দেওয়া কতগুলো এ্যাডাল্ট মুভি আমার ওয়ালে পাঠায় তখনি সাথে সাথে তাকে ফ্রেন্ড লিস্ট থেরক বাদ দেই এবং ব্লক করে দেই।
এর পর সে আমাকে কতবার যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তার হিসাব নাই, শেষে সে আমার ম্যাসেজ বক্সে ম্যাসেজ পাঠিয়ে তারকৃত কর্মের জন্য দুক্ষ প্রকাশ করলো কিন্তু নারিয়া এক বারেই তো বেল তলা দিয়ে যায় এই কথা মনে আসতে তাকে আর কখনো এ্যাড করি নাই। এমন কি তার পাঠারো ম্যাসেজের কোন রিপ্লে করি নাই। বুঝতেই তো পারছেন ওই হালারপো বিদেশীনি আমারে মদন বানাইতে চাইছিলো।
এই যদি অবস্থা হয় তাহলে তো আমাদের কিছু কিছু মডার্ণ জেনেটিক ছেলেমেয়ে আছে যারা নাকি ঐকাজের ওস্তাদ তারা তো ছারবে না। য়ার ফলে তারা নিজেদের দেশের নেতা নেত্রীকের ছারলো ণা কার্টন বানাতে। হায়রে কপাল, এখন বোঝ ঠালাটা আধুনিক থেকে আধুনিকতর হলে কি হয় সেটা শ্রী ঘরের শ্রী বৃদ্ধি করে না চেহারাটার শ্রী বৃদ্ধি করে ছারা পেলে বাসায় গিয়ে বাথবুমের আয়নার সামনে দারালে বুঝবি মাইরের করলা দাগগুলো কত সুন্দর সু-শ্রী
খালেদ ভাই আপনাকে য়ে প্লাস দেওয়ার ইচ্ছা ছিলো কিন্তু পাইলাম নারে ভাই এর জন্য দুক্ষ পাইস না, পরের বার যখন সময় পাবি আমার নজরে আসরে দিব একখান ++ মাইরা ভুল হবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



