যে শিশুটি ভূমিষ্ট হয়ে পৃথিবীতে
জন্মদাতা পিতার মুখ দেখলো
সারি সারি রড়ের ফাঁক দিয়ে ।
যে শিশুটি পিতার আদুরে ঠোঁটের
আলতো ছোঁয়া ফেলনা
রড়ের উপরের জালি তারের জন্য।
যে শিশুটি পৃথিবীতে চোখ খুলেই
দেখলো পিতার শরীরে মুখে
বর্বরের আঘাতের চিহ্ন ।
সে শিশুটি যেন ডালিম না হয়,
না হয় যেন মোশতাক মহিউদ্দিন ।
হে প্রভু নিস্পাপ এমন শিশুদের
পিতার আদর থেকে
তুমি বঞ্চিত করোনা ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



