সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার আগ্রহ ছিল অনেক আগে থেকেই কিন্তু সু্যোগ পাচ্ছিলাম না।BYLC আমাকে সেই সুযোগটি করে দিলো।আমার গ্রুপের নাম তরঙ্গ।আমরা ঠিক করলাম করাইল বস্তির বাসিন্দা দের কে সচেতন করবো।বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে।বস্তিতে জরিপ করে দেখলাম ৫ম শ্রেণীর পাবলিক পরীক্ষায় এবার ২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে যার মধ্যে ২৫ জন পরীক্ষার্থী পাশ করেছে।আমরা ঠিক করলাম নতুন বছরে তাদের জন্য কিছু করতে।ফান্ড সংগ্রহ করার জন্য নিজেরা মুখোশ তৈরী করে তা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম।বিকালের মধ্যেই মুখোশ তৈরী হয়ে গেলো।মুখোশ নিয়ে চলে গেলাম ওয়ান্ডারল্যন্ড এ।শুরুতেই বাধা পেলাম ওয়ান্ডারল্যন্ড এর এমডি সাহেবের সেক্রেটারির কাছ থেকে।বাধা পেয়ে হতাশ হলাম না।চালিয়ে যেতে লাগলাম আমাদের কাজ।কিছুক্ষনের মধ্যে প্রেক্ষাপট পালটে গেল।মানুষের ভালোবাসায় কিছুক্ষনের মধ্যে আমাদের অনেকগুলো মুখোশ বিক্রী হয়ে গেলো।হাতে চলে আসলো ১০০০ টাকা।এতো তাড়াতাড়ি মানুষের এতো সাড়া পাবো তা আমাদের কল্পনাতেও ছিল না।কিছুক্ষন পর ওয়ান্ডারল্যন্ড এর এমডি সাহেব এসে আমাদের থেকে আমাদের কাজ সম্পর্কে জানলেন।ভালোবাসার হাত তিনিও আমাদের প্রতি বাড়িয়ে দিলেন।উনার মোবাইল নাম্বার দিয়ে ১তারিখ আরো মুখোশ নিয়ে আসতে বললেন। ১ তারিখ নিউ ইয়ার এর অনুষ্ঠান এ ওয়ান্ডারল্যন্ড এর ভেতরেই আমাদের তৈরী করা মুখোশ গুলো বিক্রী করার ব্যবস্থা করে দিবেন বলেছেন।তাকে ধন্যবাদ জানিয়ে চলে এলাম "আগোরা" তে।প্রথমেই ১জন কোরিয়ান বন্ধুকে পেলাম।আমাদের কর্মকান্ড সম্পর্কে জানার পর তিনি ৫০০ টাকা দিয়ে ৫টি মুখোশ কিনলেন।এরপর পেলাম ১জন চীনা বন্ধুকে তিনিও ১টি মুখোশ কিনলেন।দুজন আরবীয় বন্ধুকে পেলাম যারা কিনা ইংরেজী বুঝেনা।আমরা সবাই তাকিয়ে রইলাম আমাদের সহকর্র্মী মাদ্রাসার ছাত্র সাদেক এর দিকে ।কিন্তু সাদেক ও ঠিকভাবে তাদের বুঝাতে পারলোনা যার ফলে আমরাও তাদের থেকে আর্থ সংগ্রহ করতে ব্যর্থ হলাম।এভাবে কয়েকজন বিদেশী বন্ধুর কাছে থেকে আমরা ১৩০০ টাকা সংগ্রহ করলাম।সব মিলিয়ে আমাদের সংগ্রহে আসলো ২৫০০ টাকা যা করাইল বস্তির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার পেছনে ব্যয় করা হবে।সকলের সহায়তা এবং ভালোবাসায় আমরা সিক্ত হলাম। নানা অভিজ্ঞতা নিয়ে অন্য রকম একটি দিন অতিবাহিত
করলাম
ছবির সাইজ অনেক বেশি হওয়ায় সামুতে আপলোড করা গেলোনা।
ছবি দেখার জন্য নিচের লিংক এ ক্লিক করুন-----
MASK SELLING FOR RAISING FUND

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




