সকাল বেলা তারিক ভাই এর কল পেয়ে ঘুম ভাংলো। উনি বললো বাংলাদেশ থেকে আমার ২জন গেষ্ট আসছে।উনারা ২দিন থাকবেন মালায়শিয়াতে এরপর সিঙ্গাপুর এ যাবেন ডাক্তার দেখাতে। তারিক ভাই বললো উনাদের কে কুয়ালালামপুর ঘুরিয়ে দেখানোর জন্য একজন লোক দরকার।আমি তো খুব ব্যস্ত, এক কাজ কর তুমি উনাদেরকে নিয়ে ঘুরতে পারো। যেই বলা সেই কাজ, রাজী হয়ে গেলাম।
মালায়শিয়া আসার এক বছরের মধ্যেই পেট্রোনাস টুইন টাওয়ার এর মধ্যবর্তী ব্রীজ এবং এর একেবারে চূড়ায় উঠার সৌভাগ্য হল। নিজের পুরাতন ডিএসএলআর ক্যামেরায় কিছু ছবি তুলে নিলাম। আপনাদের সাথে শেয়ার করছি।
বলে রাখা ভালো পেট্রোনাস টাওয়ার এর লেভেল রয়েছে ৮৮টি। আর ২টাওয়ার এর মাঝের স্কাইব্রিজটি হল লেভেল ৪১ এ। ৮৮টি লেভেল এর মধ্যে ভিজিটর দেরকে লেভেল ৮৬ পর্যন্ত উঠতে দেওয়া হয়। গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল৮৪ পর্যন্ত আপেক্ষাকৃত বড় লিফট এ এসে তারপর লিফট পরিবর্তন করে ছোট একটি লিফট এ উঠতে হবে যেটি আপনাকে লেভেল৮৪ থেকে লেভেল ৮৬ তে নিয়ে যাবে যেখান থেকে আপনি কুয়ালালামপুর শহরের অসাধারন ভিউ উপভোগ করতে পারবেন।
পেট্রোনাস টুইন টাওয়ার এ যে লিফট টি ব্যবহার করা হয় তা হল পৃথীবির সবচেয়ে দ্রুতগতির লিফট যেটি কিনা প্রতি সেকেন্ড এ এক লেভেল করে উঠতে পারে। মানে আপনার লেভেল৮৪ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৮৪ সেকেন্ড!!!
আর কথা না বাড়িয়ে চলুন আমরা ছবি দেখা শুরু করি>>>>
বাকী ছবিগুলো এখানে পাবেন তবে আপেক্ষা করতে হবে
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১১ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




