২৫/৩০ এর নিচে যাদের বয়স তারা বিএনপি'র শাসন দেখেনি, বা দেখলেও দেশ শাসন বলতে ঠিক কি বুঝায় তা তখনও বুঝে উঠেনি। তাদের জানার সুবিধার্থে বলি, দলমত নির্বিশেষে বাংলাদেশের সিংহভাগ রাজনীতিক দুর্নীতিগ্রস্থ। আমলারা আখের গোছাতে সে সুযোগই কাজে লাগায়।
বিএনপি-জামাত'এর আমলেও দুর্নীতি হয়েছে, তবে হাসিনার আমলের মতো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, বা এস আলম গংদের মতো নাগরিকত্ব বিসর্জন দিয়ে দিনদুপুরে ডাকাতি হয়নি।
একটা উদাহরণ দেই। হজযাত্রীরাও চাঁদা দিতে বাধ্য হয়েছেন বিএনপি-জামাত'এর আমলে। নিজে মুসলমান হয়েও চট্টগ্রামের এক মন্ত্রী হজব্রত পালনে ইচ্ছুক প্রতিজনের কাছ থেকে ৫০ ডলার করে চাঁদা সংগ্রহ করে বেশ আলোচিত হয়েছিলেন তখন। চরম সমালোচিত হলে তার উপর মানুষের ক্রোধ কমাতে তিনি নিজের ইচ্ছায় নয়, একটি বিশেষ ভবনের নির্দেশে ওই চাঁদা সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছিলেন। .. এর কিছুকাল পরই তার পরিবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পতিত হয়। পরিবারের দুই সদস্য হারান তিনি।
সেই মন্ত্রীকে এখন আর রাজনীতিতে সক্রিয় দেখা যায় না। কেউ কি তিনি কোথায় আছেন, কেমন আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা জানাবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



