অপ্রিয় সত্য বলি বলে আমাকে অনেকে পছন্দ করেন না।
কিছুদিন আগে এক আড্ডায় দুজন কথা বলছিলেন। প্রসঙ্গ ছিল, কোন ব্যাংকের কোন স্কীমে কোন মেয়াদে অর্থ জমা রাখলে বেশি লাভ পাওয়া যায়?
এদের একজন এক সূত্রে মোটা অংকের অর্থ লাভ করেছেন। বেশি লাভ পেতে তিনি তা কোথায় জমা রাখবেন সে আলোচনা হতেই আলাপের সূত্রপাত।
তাদের দুজনই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ধার্মিক মানুষ। একজন কিছুদিন আগে ওমরাহ-ও পালন করে এসেছেন। তাই, তাদের আলাপ শেষে আমি বললাম, 'ইসলামে কিন্তু সুদ খাওয়া হারাম। তাই, যেখানে সবচেয়ে কম সুদ সেখানেই টাকা জমা রাখা ভালো; তাহলে গুনাহ-ও কম হবে। কি বলেন?'
আমার কথা শুনে তাঁদের একজন বললেন, 'আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে মাফ পাওয়া যায়।' অন্যজন মৃদু হেসে প্রসঙ্গান্তর করলেন।
বাস্তবতা হলো, ধর্মের যে অংশটুকু মানতে গেলে স্বার্থে আঘাত লাগে তা আমরা সচেতনভাবেই এড়িয়ে যাই, যে কারণে কোটি কোটি মানুষের এতো নামাজ-রোযার পরও বাংলাদেশ শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশের তালিকা হতে বেরিয়ে আসতে পারছে না।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


