প্রফেশনের কারনে দেশের নানা বয়সী ও পেশার মানুষের কথা হয় নিয়মিত।
সেদিন এক ভদ্রলোকের সাথে কথা হলো যিনি স্বাধীনতা যুদ্ধের সময়, অর্থাৎ, ১৯৭১-এ তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন। তাঁর বয়স এখন ৬৩।
ভদ্রলোক নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করলেন।
বেয়াদবি হলে ক্ষমা চেয়ে তার কাছে জানতে চাইলাম, 'আপনি মাত্র ৯ বছর বয়সে কোথায় কিভাবে মুক্তিযুদ্ধ করলেন একটু জানাবেন?'
- দেখুন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করিনি, বা করেছি বললেও তা বিশ্বাসযোগ্য নয়; তবে, চেতনায় ছিল মুক্তিযুদ্ধ। - তিনি উত্তর দিলেন।
- আরেকটু খুলে বলবেন? - পাল্টা প্রশ্ন আমার।
- স্কুলে পড়াশোনার ফাঁকে আমরা বন্ধুরা মিলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ খেলতাম, যেখানে আমার রোল ছিল মুক্তিযোদ্ধা। এভাবে, ছোটবেলা থেকেই চেতনায় ছিল মুক্তিযুদ্ধ।
ক্লাইয়েন্টের সাথে তর্ক চলে না, তবে, মুক্তিযুদ্ধ নিয়ে ফাজলামো করার জন্য ইচ্ছে করলো দুই কানের ঠিক নিচে কষে দুটো থাপ্পড় দেই।
এদের কারণেই 'মুক্তিযুদ্ধের চেতনা' এখন এক ব্যবসায়িক শ্লোগান।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


