গত কাল দিগন্ত টেলিভিশনের বর্ষপূর্তীতে কেক কেটে জন্ম দিন উদযাপনের খবর ছবিসহ প্রকাশিত হয়ছে নয়া দিগন্ত পত্রিকায়। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আলমাহমুদ, দিগন্ত গ্রুপের চেয়ারম্যান মীর কাশেম, রাজনীতিবিদ কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব এবং আরো অনেকে।
দিগন্ত টেলভিশন চ্যানেলটি জামাত-ই-ইসলাম এর ভাবাদর্শ'র অধীনে পরিচালিত এবং সরাসরি জামাত এর সাথে সম্পর্কিতদের দ্বারা নিয়ন্ত্রিত এ বিষয়টি সচেতন সকলের কাছেই স্বিকৃত। চ্যানেলটি তাদের তৎপরতার মধ্য দিয়েও তেমনটিই তুলে ধরে। তাদের অনুষ্ঠান নির্ধারন, প্রদর্শন ইত্যাদি প্রসঙ্গে তারা নিজেদের সর্বোতভাবে ইসলামী সঙস্কৃতির বাহক হিসেবেই দেখাতে চায়।
অথচ, তাদের বর্ষপুর্তির মত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান শুরু করা হলো কেক কাটার মত খ্রীস্টীয় আয়োজন দিয়ে? বেদাত সংস্কৃতি অনুসৃতির মাধ্যেমে? সমগ্র আয়োজনে মুসলিম আচার-রীতি একেবারে শুন্য করে দিয়ে?!
তবে কি এখানে প্রমানিত হবে অর্থনীতিই নির্ধারন করে দেয় তার প্রয়োজনীয় সংস্কৃতি?
স্বাভবিকভাবেই নিজের মনে প্রশ্ন জাগছে- কেন আনত হলো ইসলামের আদর্শিক রীতি বেদাত সংস্কৃতি অনুসৃতির মাধ্যমে? কেন?
তবে কি `দিগন্ত' মহান ইসলামের নামে প্রস্থ প্রস্থ ভন্ডামী মঞ্চায়নের আধার? কেক কাটার চরিত চর্চা তারই প্রতিকী দৃষ্টান্ত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




