সাংসদদের বেতন ৫০০% বৃদ্ধির দাবি, লোকসভায় হট্টগোল
নয়াদিল্লি, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে সাংসদদের বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার লোকসভার অধিবেশন পণ্ড হয়ে যায়। সরকার সাংসদদের বেতন ৩০০% বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তাদের দাবি বেতন ৫০০% বাড়ানো হোক।
ভারতীয় বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভি এ খবর দিয়েছে।
৫০০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি নিয়ে দলমত নির্বিশেষে সাংসদরা রীতিমতো বিক্ষোভ শুরু করলে লোকসভার স্পিকার মীরা কুমার দুপুর ২ টা পর্যন্ত লোকসভা মুলতবি ঘোষণা করেন।
ভারতের মন্ত্রিসভা এক বৈঠকে এমপি দের মূল বেতন বর্তমানের ১৬ হাজার রুপি থেকে বাড়িয়ে ৫০ হাজার রুপি করার প্রস্তাব অনুমোদন করার কয়েকঘন্টা পরই এমপি'রা আরো বেশি বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।
'এমপিদের অপমান বন্ধ কর' স্লোগান দিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), শিব সেনা ও আকালি দলের সংসদ সদস্যরা।
ক্ষুব্ধ এমপিরা মূল বেতন ৮০ হাজার রুপি করার দাবি জানান।
যুক্তি দেখিয়ে তারা বলেন, বর্তমানে পেট্রোলের দামসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে মাসিক বেতন ৫০ হাজার নয় ৮০ হাজার রুপি হওয়া উচিত।
তাছাড়া, বিশ্বে সর্বনিু বেতনের জনপ্রতিনিধির কাতারেও তারা থাকতে চান না বলে জানান।
সরকারের ৩০০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অনুযায়ী, সাংসদদের বেতন মাসিক ৫০ হাজার রুপি হওয়া ছাড়াও সংসদ চলাকালীন প্রতিদিনের ভাতা ১ হাজার রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার রুপিতে।
কেন্দ্রীয় সরকারের এক সূত্র জানিয়েছে, সাংসদদের অফিস চালানোর খরচও মাসিক ২০ হাজার রুপি থেকে ৪০ হাজার রুপি বাড়ানো হয়েছে।
তাছাড়া, নিজস্ব কেন্দ্রে খরচ চালানোর জন্যও মাসিক ২০ হাজার রুপি বেড়ে দ্বিগুণ হয়েছে। কনভেনস এলাওয়েন্স বেড়ে হয়েছে ১ লাখ রুপি থেকে ৪ লাখ রুপি।
এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে এমপিদের স্বামী-স্ত্রীদের দিল্লি থেকে বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণের সুযোগসহ বিমানের ৮ টি ফ্রি টিকেট পাওয়ার সুযোগ আছে। কিন্তু এটি যথেষ্ট নয় বলেই মনে করছেন সাংসদরা।
বাংলাদেশেও তো এবার সাংদদের বেতন বাড়ানো.................................
ও আল্লা..ল্লা ..! আমার কি হবে গোওওও ?! ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




