ঠিক বারোটা বেজে আরও ষোল মিনিট, ঝলমলে রোদ আর মৃদু হাওয়ায় পতপত করে উড়ছে সবুজের জমিনে লাল বৃত্ত! শীতের দিনে রোদের দেখা কমই পাওয়া যায় এখানে, কিন্তু আজ সুর্যও যেন বিজয়ের দীপ্তিতে হাসছে। আমরা প্রায় ষাটের অধিক বাংলাদেশি, স্বদেশভূম হতে তিন হাজারেরও অধিক মাইল দূরে, সমবেত কন্ঠে গেয়ে উঠি, আমার সোনার বাংলা! আশেপাশের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়, কী এক মোহনিয়া সুর!
গতকাল মাথায় এই পরিকল্পনাটা আসে, এরপর পাচ পাচটি অফিস এবং থানা ঘুরে অনুমতি পাওয়া যায়। আমরা থাকি হুবেই প্রদেশের শান্ত নিঝঝুম একটি শহর ইচাং এ, পাহাড় বেষ্টিত এই শহরটি ইয়াংজি নদীর কোল ঘেষে জেগে আছে। আমরা এখানে বিভিন্ন অনুষদ মিলে প্রায় শ খানেক বাঙ্গালি, গণচীনের বুকে যেন এক টুকরো বাংলাদেশ। এমনিতে ব্যস্ততার কারনে খুব একটা একসাথে না হওয়া গেলেও বিশেষ দিনগুলো একসাথেই উদযাপন করা হয়, দেশের থেকে দূরে থাকার হাহাকার তাতে কিছুটা হলেও কমে
স্বাধীনতার তেতাল্লিশ বছর পরেও আমরা এখনও অনেক পিছিয়ে। অনেক জায়গায় আমাদের অগ্রগতি বিস্ময়কর হলেও উন্নতির মহাসড়ক থেকে আমরা অনেক দূরে। আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই কাধে কাধ মিলিয়ে যে আশায় আমাদের পূর্বসুরীরা এত এত ত্যাগ তীতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন করেছিল, তাদের সেই স্বপ্ন পূরণ করি। একটি কথা সবার মনে রাখা দরকার, নিজের কাজটি ঠিক মত করাই আসল দেশপ্রেম! সবাইকে এই দূর পরবাস থেকে বিজয়ের শুভেচ্ছা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




