
মাস ছয় তো পেরিয়েই গেল, প্রিয়।
এভাবেই পেরিয়ে যাবে আরো ছয় মাস,
বছর, যুগ, শতাব্দী।
সময়ের সাথে সাথে তুমি আর আমি
ঝাপসা স্মৃতির পৃষ্ঠায় হারিয়ে যাবো।
হয়তো ভুলে যাবো একেবারেই;
নয়তো হঠাৎ হঠাৎ জেগে উঠবে
মনের মধ্যে তোমার আমার একসাথে
কাটানো দিনগুলোর কথা!
সবই অনিশ্চিত!
সবই আপেক্ষিক!
তবে, নিশ্চিত বিষয়টা কী জানো?
প্রকৃতি কখনো ভুলে যায় না!
সে দিন পেরোলেও, মাস পেরোলেও
নিজের হিসেব বুঝে নেয়
অক্ষরে অক্ষরে।
কোনো অন্যায়ের মাশুল বুঝে নিতে সে কসুর করে না!
আর,
সঙ্গীকে যুদ্ধক্ষেত্রে একা রেখে ভীতুর মতো
পালিয়ে যাওয়া-
এর চেয়ে আর বড় অন্যায় হয় না, বলো?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




