যেহেতু আমি কোনো মিথ্যা বলিনি, তাই আমার লজ্জা ছিল না।
আমার ভয় ছিল না, কারণ আমি কোনো পাপ করিনি।
আমার সততা আর নিষ্পাপ প্রেম আমাকে শক্তি দিয়েছিল-
তাই আমি ওই শীতল দু'চোখে চোখ রেখেছিলাম নির্দ্বিধার সাথে।
তুমিই বরং বাধ্য হয়েছিলে মিথ্যে আর প্রতারণায় ভারী
শক্ত চোখ দু'টি নামিয়ে নিতে।
মনে পড়ে,
চৌদ্দ দিন গুণন চব্বিশ ঘন্টার পূর্বের সেই বিকেল-
যে বিকেল দিয়েছিল আমায়
হাজার ভিড়ের মাঝে নিস্তব্ধ একটি
অপরাজেয় বাংলার পাদদেশ?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২২ রাত ৯:৫৪