আজকে লিসবনে এক বাংলা কাকুর সাথে হঠাৎ দেখা।
কাকু হাতে কলা নিয়ে হাঁটছেন, দেখে বললাম—
"কাকু, এই কলা বাংলাদেশে হলে কাঁচা থেকে পাকতে পাকতে ৫ বার দাম বাড়ত।”
কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন—
“বাবা, আমি তো আগে বাংলাদেশেই ছিলাম। এখানে এসে দেখি, বাজারে দাম এক সপ্তাহে একবারও ওঠানামা করে না। মজা কীসে?”
আমি অবাক হয়ে তাকিয়ে আছি।
কাকু এবার আরও গম্ভীর হয়ে বললেন—
“ধর, দেশে পেঁয়াজ ৪০ থেকে একদিনে ২৪০… আবার ২৪০ থেকে ৮০… এই ওঠানামার মধ্যে যে অ্যাডভেঞ্চার আছে, সেটা এখানে নাই। এখানে শান্তি আছে ঠিকই… কিন্তু টেনশনের মজা নাই।”
আমি তখন মাথা চুলকাচ্ছি—
আসলে আমরা যারা দেশ ছেড়ে বাইরে থাকি, অনেক সময় শান্তিকে শান্তি মনে হয় না।
কারণ, ঝামেলাই আমাদের নেশা হয়ে গেছে।
ভাবলাম,
আমরা বাংলাদেশিরা আসলে শুধু মানুষ না…
আমরা একেকজন হিউম্যান রোলার কোস্টার—
জীবনটা না দুলতে থাকলে আমাদের শান্তি লাগে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


