বিদেশ লাইফের প্রথম দিকে, প্রথম যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা হলো—এখানকার ট্রাফিক সিগন্যাল।
রাস্তার পাশের সুইচে হাত দিলেই ২০ সেকেন্ডের মধ্যে সিগন্যাল লাল হয়ে যায়।
গরিব-আমির, রাজা-ফকির—সব গাড়ি থেমে যায়।
আমি হুটহাট অভ্যস্ত নই, তাই প্রথম কয়েকদিন দাঁড়িয়ে থাকতাম, ভাবতাম—
“সিগনাল লাল হলে কি হয়েছে, কেউ যদি না থামিয়ে গায়ের উপর গাড়ি তুলে দেয়?”
কিন্তু অবাক হয়ে দেখলাম, সবাই থেমে যায়!
ভাবলাম—আমাদের দেশে যদি রাস্তার মাঝখানে এইরকম সুইচ বসানো হয়, তখন কী হবে?
✅ প্রথম ১ মিনিটেই এক ভাই এসে সুইচ খুলে নিয়ে যাবে, তার বাসার সিলিং ফ্যানে লাগানোর জন্য।
✅ আরেক ভাই সুইচের নিচে দোকান খুলবে—“সিগন্যাল টিপুন, প্রতি টিপ ২ টাকা করে”
✅ সিটি কর্পোরেশনের কেউ এসে—“সুইচ টিপার দোকানদারের কাছ থেকে চা নাস্তার পয়সা নিয়ে যাবে”
✅ শেষমেশ আমরা জনগণ ২টাকা বাচানোর জন্য সুইচ টিপা ছাড়াই দৌড় দিবো—“সিগনালের লাল বাতি জ্বলুক বা না জ্বলুক, জীবন তো আছেই লাল বাত্তি জ্বালানোর জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


