
এ একদিন অমোঘ সবার বাস্তবতা...
সাত সকালে ছুটতে হবে আহ্নিক গতিতে এলিয়ে গা।
এ একদিন অমোঘ সবার বাস্তবতা...
জীবন এসে তারপরে মিশে
একাকার যন্ত্র নামের এই মানুষের কামরা।
পদে পদে পা ফেলার পথ বলে দেয় --
এটা দায়িত্ব, ওই কর্তব্য, ওই চলেছে শবযাত্রা, মরা স্বপ্ন!!
ইচ্ছে ঘুড়ি; যায় যাগগে উড়ে কাটা সুতোর ডানা।
এ একদিন অমোঘ সবার বাস্তবতা...
তবু বলতেই হবে, 'এই বেশ বে..ড়ে আছি।'
আমারে ছেড়ে অ্যান্ডোমেডায়, মহাকালের কাছাকাছি
দীর্ঘশ্বাসের সুন্দর জীবনে বড্ড বেশি কানামাছি!!
স্বীকারোক্তি: পিন্টারেস্ট থেকে পাড়া ছবি।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



