
রাধা.
প্রতিটা ক্ষণ সন্ধ্যা করে
চাইছি আমি ভুলতে যারে
হার চেহারায় সেই মুরতি
কেমনে হেসে রয়?
এমন কেন হয়?
শোন-না, ও শুক! সারির কাছে
দিন কয়েকটা তো ভালোই গেছে
কোন পাপেতে স্বপন মাঝে
আপণ খুলে বয়?
এমন কেন হয়?
গোধূলির হাসে আলো বিকেলের আকাশে
বিষ বেদনায় নীলকণ্ঠ, 'যাক, তাহলে সে গেছে!'
সবিতার গালে চুমু হয়ে
ক্যান যে হেসে রয়?
এমন কেন হয়?
মীরা.
কাল ক্যানো আবারো ফুটিলি রে,
নীল অপরাজিতা!
ফাগুন হয়েছে কবেই শাওন
বারো মাসে তুষের-বিরহী দহন
আর.., আর কত দিবি ব্যথা?
পুড়িতেছে ভুত(অ), পুড়েছে ভব(অ)
সখি তোরে কী আর কব
হাল কাটিছে হ্যালা-অবহেলায়
সুকুমার(অ) কুসুম-শোভা পথ-পতিতা।
আর.. আর দিবি কত ব্যথা?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




