আড্ডা মারি, কথার পিঠে কথা ছুড়ি,
স্বপ্ন বুনি, স্বপ্ন ভাঙ্গি,
অলস ভাবনা গড়িয়ে দেই সকাল, দুপুর সন্ধ্যে সাঝেঁ।
তবে পাই না খুজেঁ আগের মানুষ,
আগের টং, আজগর কিংবা কবির মামার ভাঙ্গা টং,
আনাড়ি সব স্বপ্নেরা আর ছটফটিয়ে দেয় না জানান নিজের কথা ।
তার বদলে
অনেক গুলো কচি কচি নতুন মুখ..
দূরন্ত আর স্বপ্নে ভরা
রঙ্গিন রঙ্গিন স্বপ্নে ভরা...
ঘাসফড়িংয়ের দলে ভিড়ে দুষ্টুমিতে মেতে থাকে..
চম্পাকলির খোলা মাঠে..
আসর বসায় সন্ধ্যে হলেই জোনাক হয়ে. . . ..
নিজের আলোয় অনায়াসে রাঙ্গিয়ে তোলে
আধাঁর ঘেরা চারিপাশটা।
তাদের বুকেই বাধছে বাসা
আমার এবং পূর্বসূরীর সকল আশা।
একদিন যেমন বেধেঁছিল
তাঁদের এবং আমার বুকে।
ভাবতে এখন ভালই লাগে এই ভেবে যে,
স্বপ্নগুলো হাটা ছেড়ে উড়তে পারছে ।
লাল,নীল ,আর সাদা পাখায় ভর করেছে ।
বেনামী সব স্বপ্নগুলো জড়ো হয়ে নাম পেয়েছে্
আপন গুনেই হয়ে উঠছে নামের মতোই "প্রজাপতি"।
আর হারাবে না একটি স্বপ্নও ভ্রুনাবস্থায়
কাদঁবে না আর কারো বুকের গোপন ঘরে,
নিজের কথা জানাবে সে নিজের মুখেই,
কষ্ট আর সুখ গাথাঁয় রাঙ্গা হয়ে।
ভালবেসে তাকেই পেতেই
হন্যে হবে 'মাভৈঃ" রাজ্যের ঘাসফড়িংরা..।
সবুজ সবুজ ঘাসফড়িংয়ের বন্ধু হয়ে
প্রজাপতি উড়ে যেন শতবর্ষ।
বয়স ভাড়ে নুজ্য হয়ে
আমরা যেন হাসতে পারি,
দুচোখ ভরে দেখতে পারি,
"মাভৈঃ" রাজ্যে সবুজ সবুজ ঘাসফড়িং
আর রং বেরংয়ের প্রজাপতি।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





