দেখতে দেখতে কখন যে জীবনের কতটি বছর পার হয়ে গেল তা আমি নিজেও বুজতে পারিনি
প্রবাহমান সময়ের স্রোতে কখন যে গা ভাসিয়ে দিয়েছ সে আর বলতে...
আজ আমি অনেক দুরে অনেক পরিবার পরিজন বন্ধু ছাড়া অচেনা একটি নতুন জগতে
আমি আনকোরা এক ...
মাঝে মাঝে আমি হরিয়ে যাই আমার চিন্তার জগতে
কোনটায় আমি ভাল ছিলাম, এখনের টায় নাকি আগের টায়.....?
কিন্তু উত্তর টা আজও আমই পাই নি...............
আমি এখানে কিন্তু আমার মনটা সারা দিন ই কোথায় যে পরে থাকে জানি না.........
হয়ত বা কোন একটি সবুজ মাঠের ছোট এক টি কোনে
নয়তো বিশাল সমুদ্রের তীর দিয়ে হেটে চলা,,
নয়তো কোন একটি ঘূড়ির পেছনে ছুটে, চলা যে ঘূড়ির নেই কোন উদ্দেশ্য..
জীবনে চাওয়ার পরিমানটুকু বেশী ছিল না,, চেয়েছিলাম বড় হতে আপন মহিমায়
চাই আজানার পথে হারিয়ে যেতে, যেখানে থাকবে না কোন পিছু টান
থাকবে না কোন হিংসা বিদ্বেষ ,,থাকবে না কোন অভাব,
শুধুই শান্তি, অবুজ শিশুর নির্মল হাসির মত
শুধুই সেই অজানার পথে ছুটে চলা............
আয়তনের সবচেয়ে বড় দেশে এসেও আজও বড় একা
চারপাশের মানুষগুলোকে বড্ড অচেনা লাগে
অজস্র মানুষের ভিড়ে প্রিয়জনের মুখ খুজে বেড়াই
নির্ঘুম মধ্যরাতে জানালার দিকে তাকিয়ে তুষার পাত দেখা
চারিদিকে শুধু শভ্রতা,,শুভ্রতা
রাতের বিশাল আকাশকে দেখে বড্ড হিংস্বা হয়
সব কিছু ভূলে গিয়ে ........
যদি পারতাম আকাশের মত বিশাল মনের হতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




