টাকা লেনদেন করেন, আর জাল নোট সম্পর্কে জানেন না কিংবা জাল নোট দেখেননি এমন লোক বোধ হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবেনা। যারা ব্যাংকে ক্যাশ ডিপার্টমেন্টে চাকরী করেন, তারাতো প্রায় সময়ই জাল নোটের খপ্পরে পড়ে পকেট থেকে গচ্চা দেন
আজ আপনাদের জাল নোট ধরার সহজ দুটি পদ্ধতি জানিয়ে দিচ্ছি-




উপরের নোটগুলির ছবিগুলোতে নীল মার্ক করা অংশটিতে রং পরিবর্তনশীল হলোগ্রাফিক সুতা দেখতে পাচ্ছেন। এটি দেখতে অনেকটা সেলাই করা সুতার মত, যা একবার কাগজের উপর দিয়ে এবং আরেকবার নিচে দিয়ে যাচ্ছে। বেশীরভাগ জাল নোটে এই সুতাটি স্টিকারের মত কাগজের উপরে লাগানো হয়, যা আপনি নখ দিয়ে ঘষা দিলেই উঠে আসবে। আর নোটগুলোকে নাড়াচাড়া করলে সবুজ মার্ক অংশটিতে রং পরিবর্তন হবে। জাল নোটের ক্ষেত্রে রংয়ের কোনো পরিবর্তন হবেনা। এই দুটি ব্যাপারে খেয়াল করলে আমরা খুব সহজেই বেশীরভাগ জাল নোটকে খালি চোখেই শনাক্ত করতে পারব
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, জাল নোট ধরাও তত কঠিন হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং জাল নোট সম্পর্কে আরো বেশি জানতে হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


