মার্ক্স ডাকিয়া কহে কমরেড লেনিনে
শূনেছ কি মর্ত হতে আসিছে সংবাদ;
পুজি রাজ্য ডুবে গেছে অকূল পাথারে
নব শক্তি লয়ে আজ ফিরে সাম্যবাদ।
লেনিন মিনতি করে তাহলে কি গুরু,
সর্বহারার রাজ হয়ে গেল শুরু?
মার্ক্স হাসিয়া কহে নারে এ তা নয়
এটা কিযে ভেবে মোর জাগিছে বিস্ময়:
কে করিবে রাজ যেথা সবে সর্বহারা
সর্বজনে রাজা যেথা প্রজা হবে কারা?
এই টুকু জেনে রাখ স্নেহের লেনিন
দৈব ক্রমে মোদের আজ এসেছে সূদিন।।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৬