
মনে রেখো আমিও ছিলাম তোমাদের মাঝে
তোমাদের এই পৃথিবীর ধূলিধুসর প্রান্তরে আমিও আঁচড় কেটে গেছি সকাল-সন্ধ্যা-সাঝে।
গৃহিনীর নির্জন অবসরের মত আমারো কিছু অলস দুপুর ছিলো
ঘোমটা দেওয়া বধূর মত আমিও লজ্জায় লাল হয়ে উঠতাম,
একদিন আমার বুকেও হাঁসের ছানার মত ফুটে উঠেছিলো বিপুল অনুরাগ!
এই তো ক দিন আগেও কোথায় ছিলাম না আমি!
তোমাদের মত আমিও ছিলাম
ছলকে উঠা রুপালি জলে
অভিসারের গোপন নদীতে
ঝলমলিয়ে ওঠা মার্বেল আলোতে!
তোমরা যদি ইতিহাস পড়ো তবে আমায় পাবে;
শিটকে লাগা সজনে ডাটায়
পুঁচকে যাওয়া লাউয়ের ডগায়
আমায় খুঁজে পাবে ধপধপে বকের লম্বা গলায়।
মনে রেখো আমিও ছিলাম তোমাদের মত;
ঝাঁকড়া চুলের ফেনানো ঢেউয়ে
চোখ বুঝিয়ে দেওয়া স্নেহের পরশে
ঝাপটে ধরা ভালোবাসার মধুর হিল্লোলে।
তোমাদের মাঝে এই আমি ঘুরে ফিরে আসি নানান চিত্রমালায়, স্মৃতির নিমগ্ন ধুলায়
আমি তো তোমাদের ই ঘরের হীরকপাথর ছিলাম!
আমি তো তোমাদের ই গর্ভের সন্তান ছিলাম
মনে রেখো একদিন আমিও ছিলাম তোমাদের মাঝে…
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


