জনৈক মোটিভেশনাল চিন্ময়ী পুরুষ
পিঠ চাপড়ে দিয়ে নির্দ্বিধায় বলে গেলো
ভালোসতে হয় স্রোতের মতো
ভালবাসতে হয় পাগলের মত
ভদ্রলোক সকালে ভালোবাসি বলে বিকেলেই চলে গেলো।
জনৈক জনদরদী নেতা
প্রতিশ্রুতি পূরণের বড় বড় আইকনিক শব্দের ভারে নিজের গলা ভারী করে গেলো
হিজ এক্সিলেন্সি সকালে মজলুমের মাথায় হাত বুলিয়ে
রাতেই ক্ষমতার ক্লাস্টারে হারিয়ে গেলো।
জনৈক সেলেব্রেটি ঋষি কবি
দুচোখে হাজারো অপেক্ষার বৃষ্টি ঝরিয়ে
উপস্থিত জনতাকে ঝেড়ে কেশে বলে গেলো
তোমরা উন্নয়ন বোঝো,জিডিপি বোঝো
তোমরা কবিতা বোঝো না
হ্নদয় বোঝো না
সাধু মহাশয় রাতভর কলম চালিয়ে বিকেলেই বিক্রি হয়ে গেলো।
জনৈক স্বপ্নবাজ বাউন্ডুলে এই আমি
টুকটুকে লাল আপেলের মতো অগুনতি স্বপ্ন চাষ করে গেলাম
নক্ষত্রের মতে একা করে দিয়ে
দুর্ধর্ষ স্বপ্নগুলো আমার সিথানে রাতে চেক ইন করে সকালেই চেক আউট হয়ে গেলো
কথা ছিল কথা রাখার
কেউ কথা রাখেনি…