
বর্ণে গন্ধে রুপে ভরা দিন একবার পেছনে ফেলে আসলে
নিরাপদ, নিশ্চিত, নির্ভেজাল দিন একবার পেছনে ফেলে আসলে
সে দিনে আর ফেরা হয় না।
বাক্স পেটরা গুছিয়ে, গোপন কষ্ট মুড়িয়ে যে গ্রহ থেকে একবার শব্দহীন প্রস্থান হয়
সে গ্রহে আর ফেরা হয় না।
অভিমানের পোঁটলা বেঁধে, অভিযোগের গাড়িতে চড়ে যে ঘর ছাড়া হয়েছে
সে ঘরে আর ফেরা হয় না।
অপমান, অপবাদ, ঘৃণার হাইপারসনিক মিসাইল একবার ছুঁড়ে মারলে শত অর্চনা করলেও সে মিসাইলের আর ফেরা হয় না।
হাতে ধরে, বুক আগলে, মাথায় তুলে রাখা ভালোবাসায় চূড়ান্ত অবহেলা থাকলে
সে ভালবাসার আর ফেরা হয় না…
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৫ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



