
জীবনের সব প্রয়োজন ছাড়িয়ে দিন শেষে দুমুঠো ভালোবাসা ই বেঁচে থাকুক।
কী পাওয়া হলো আর কী হলো না চিন্তা না করে
শান্তিময় নীলরোদের খোঁজে এক কাপড়ে শতদলে বেড়িয়ে পড়ুক তাবৎ মনুষ্য সন্তানেরা।
জীবনের সব খরতাপ ছাড়িয়ে দিন শেষে চিরায়ত সবুজের নিটোল সাম্রাজ্য ই বাড়তে থাকুক।
কি পাওয়া হলো আর কী হলো না চিন্তা না করে
সব বিস্ময়সূচক সব প্রশ্নবোধক চিহ্নের দ্রুত মিমাংসা হোক।
জীবনের সব শৃঙ্খল ছাড়িয়ে দিন শেষে
প্রাণের পরশ দিয়ে লেখা উজ্জয়িনী কবিতা ই আকাশে-নক্ষত্রে ভেসে বেড়াক।
কী পাওয়া হলো আর কী হলো না চিন্তা না করে
দু হাত ভরে বিলিয়ে দেবার অযুত পংক্তিমালা তাঁরার মত ফুটে থাকুক।
দিন শেষে মানুষ মনুষ্যত্ব মানবতা ই জেগে থাকুক…
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



