
হুটহাট অন্যের ইনবক্সে ঝুঁকে পড়ার অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
চাঁপা-চামিলীর গন্ধমাখা গোধূলি কখন যে বিদায় নিয়েছে!
আমি এখনো হৃদয়ের গোপন ভাষা বুঝি না
আমি তো নিষ্ঠুর অবহেলা হজম করতেই ব্যস্ত ছিলাম।
ইট খেলে পাটকেল মারার অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
রক্ত গরমের টগবগে ভাবটা কখন যে ঠান্ডা হয়ে গেছে!
আমি এখনো প্রতিশোধ নিতে পারি না
আমি তো নিজের মাঝেই ডুবে থাকতে কাতর ছিলাম।
জীবনে ছক মিলিয়ে চলার অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
সময়টা কখন যে বুলেট ট্রেনের মত স্টেশন ছেড়ে চলে গেছে !
আমি এখনো কুটনীতি-রাজনীতি বুঝি না
আমি তো জীবনানন্দ দাশেই নিমগ্ন ছিলাম।
নিজের আনন্দের জন্য সানগ্লাস,কোটপিন,দামি ডায়ালের ঘড়ি ব্যবহারের অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
ওই একটা টেবিলে বসেই জীবন কখন যে ফুরিয়ে গেছে!
আমি এখনো অর্থনীতি বিষয়টা ভালো বুঝি না
আমি তো মোহমুক্ত সিদ্ধি লাভ করতেই নিবিষ্ট ছিলাম…
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


