
কেবল ডিগ্রি অর্জন করলেই শানিত মানুষ হওয়া যায় না। একজন শানিত মানুষ হতে হলে জীবনদর্শন, গভীর উপলব্ধি, উন্মুক্ত হৃদয়, এবং প্রাকৃতিক জ্ঞান থাকা অবশ্যক। এসবের অনুপস্থিতিতে যত ডিগ্রিই অর্জন করা হোক, অন্যসব প্রাণীর সাথে মানুষের দৈহিক পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য থাকে না। এক্ষেত্রে জেনে রাখা দরকার, আমাদের দৃশ্যমান শরীর একটি প্রানীদেহ মাত্র, মানুষ হচ্ছে সেই উপাদান যা চিন্তা করায়, মানুষ হচ্ছে মনস্তত্ত্ব।
সম্পদের হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে, কিন্তু বড়লোক কখনোই ছোটলোক হয় না, আবার ছোটলোক কখনো বড়লোক হতে পারে না।
প্রাকৃতিকভাবেই পৃথিবীতে বিভিন্ন জাতের লোক রয়েছে, কেউ গভীর জ্ঞানের অধিকারী, কেউ বেশ বুদ্ধিমান, কেউ বোকা, কেউ শক্তিশালী, কেউ...
...বাকিটুকু পড়ুন