সত্যি বলতে কী, ইসলাম ধর্মে সব কিছুরই উত্তর আছে।।
ধরেন আপনার লাইফে একটা খারাপ সিচুয়েশন আসলো, ইসলাম ধর্মে সেটাকে ব্যাখা করা যায় দুইভাবে।
উদাহারন হিসেবে আমরা বঙ্গবাজার এর ঘটনাটাই ধরি, এখানে হাজারো পরিবার স্রেফ পথে বসে গেছে।
তাদের ক্ষেত্রে ব্যাখাটা হচ্ছে, "আল্লাহ মানুষকে দুনিয়ায় বিপদ দিয়ে পরীক্ষা করে" এক্ষেত্রে ইসলামে উত্তর হচ্ছে, ধৈর্য ধারণ করা।।
দ্বিতীয়ত, আপনার লাইফে বাজে একটা ঘটনা ঘটে গেলো, এক্ষেত্রে আবার বলা হচ্ছে, "আল্লাহ যা করে মঙলের জন্যই করে"
সত্যি বলতে আপনি যদি গভীরভাবে উপলব্ধি করেন, তাহলে আমরা আমাদের জীবনের খারাপ ঘটনাগুলোর ব্যাখা পেতে পারি।
যেমন আপনি কারোও ক্ষতি করেছেন, হয়তো আপনি সেটা ভুলে গেছেন, সেই ক্ষতির মাশুল হিসেবে আপনাকে অবশ্যই দুনিয়ায় কাফফারা দিয়ে যেতেই হবে।
আমরা বলি "REVENGE OF NATURE" আসলে প্রকৃতির প্রতিশোধ, এটা একটা নাস্তিক টার্ম।
এখানে সহীহটা হচ্ছে, আল্লাহর সঠিক বিচার।
সৃষ্টিকর্তার অস্ত্বিত্বে ড. জাকির নায়েক এর কথাগুলো আমার সব সময়ই মনে পড়ে। দুনিয়াতে অনেকেই তার পাপের ফল পেয়ে যাবে, যাতে সৃষ্টিকর্তা তাদেরকে জান্নাত দিতে পারে। কিন্তু যারা অসীম পাপ করে ফেলেছে, তাদের ক্ষেত্রে।
তারা তো দুনিয়ায় তার পাপের শাস্তি পেলোনা। তাহলে সে কি এমনেই পার পেয়ে যাবে। আর হ্যা এজন্যই পরকালের অস্ত্বিত্বের ভিশন প্রয়োজন।
বঙ্গবাজার এর ঘটনায়, যারা নিঃস্ব হয়ে গেছে, আল্লাহ তাদের এই বিপদের দিনে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।
আমি এখানে কখনোই বলবোনা, আল্লাহ তাদের মঙলের জন্য এমনটা করেছে। তবে এসব হচ্ছে sign, যেসব থেকে আমরা শিক্ষা নিতে পারি।
ভেঙে পড়ে, আবার উঠে দাড়ানোই তো হচ্ছে প্রকৃত মানুষ এর কাজ। বঙ্গবাজার এর সাথে সংশ্লিষ্ট সকলেই ঘুরে দাড়াক এই দোয়া করি।
দুনিয়ায়তে ভালো মানুষেরাই সবচেয়ে বেশী বিপদে পড়ে, আমরা যেনো সৃষ্টিকর্তার সিধ্বান্তে, বিচলিত না হই।
মহান রাব্বুল আলামীন, আমাদের সকলকে বিপদের দিনে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



