ঐ দূর আকাশে মেঘমন্দ্র শোনা যায়-
আমাকে ঐ মেঘপুঞ্জ থেকে কিছু মেঘ এনে দাও,
অনেকদিন যাবৎ চা খাই না।
কিছু সাদা কালো মেঘ মিশিয়ে
গাঢ় লিকারে খাব-
এক কাপ চা ।
আমার সব কষ্ট, গ্লানি আর হতাশা,
আমার জমে থাকা বিষণ্ণকে নিষণ্ণ করে-
আমি মিশিয়ে দিব সেই লিকারের সাথে ।
কিছু সৌদামিনীও দিও-
চায়ের ঝাঁঝালো স্বাদ হবে,
যা আমার প্রেয়সীর খুব প্রিয়।
সেদিন শেষ বিকেলে নিমেষশুন্য ভাবে,
তার চোখের তারায় চোখ রেখে,
লক্ষ লক্ষ চুমুকে খেয়েছিলাম-
এক কাপ চা ।
হয়ত সেই চা ছিল
আমার প্রেয়সীর প্রাপণ ভালোবাসা,
তাই, ফুঁড়াতেই চায় না ।
তুমি, বাঁকা হাঁসিতে বলেছিলে-
শব্দ করে চা খাওয়া নাকি অসভ্যতা ।
বিদগ্ধ আমি তাই, শব্দ করেই খাচ্ছিলাম।
মাঝে মাঝে অসভ্যতার মাঝেই,
আমি খুঁজে পাই অদ্ভুত বিমুগ্ধতা ।
পথে ঘাটে , হাঁট বাজারে-
কত কাপ চা খেয়েছি তা-
ঐ দূর আকাশের তারা গুণার মতন।
তবু আজও মনে আছে-
আমার প্রেয়সীর প্রাপণ ভালোবাসার –
এক কাপ চা ।
কি স্বাদ, যেন চা শুধু চা নয়,
যেন তা স্বর্গীয় সুধা ।
তুমি কি শুনতে পাও সে মেঘমন্দ্র-
আমাকে ঐ মেঘপুঞ্জ থেকে কিছু মেঘ এনে দাও,
অনেকদিন যাবৎ চা খাই না।
কিছু সাদা কালো মেঘ মিশিয়ে
গাঢ় লিকারে খাব-
এক কাপ চা ।
✍ ( মাতাল কবি )
আলোচিত ব্লগ
জাতী এখন পুরোপুরিভাবে নেতৃত্বহীন ও বিশৃংখল।

শেরে বাংলার নিজস্ব দল ছিলো, কৃষক প্রজা পার্টি; তিনি সেই দলের নেতা ছিলেন। একই সময়ে, তিনি পুরো বাংগালী জাতির নেতা ছিলেন, সব দলের মানুষ উনাকে সন্মান করতেন। মওলানাও জাতীয়... ...বাকিটুকু পড়ুন
একজন বিপ্লবী নেতা হাদী

ওসমান হাদী অন্যতম জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, স্পষ্টবাদী কণ্ঠ, প্রতিবাদী চেতনা লালনকারী, ঢাকা ৮ নং আসনের নির্বাচন প্রার্থী আজ জুমুআর নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর গুলিবিদ্ধ হয়েছে... ...বাকিটুকু পড়ুন
হাদিকে গুলি করলো কে?
হাদিকে গুলি করলো কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
মানুষের জীবনের চেয়ে তরকারিতে আলুর সংখ্যা গণনা বেশি জরুরি !

বিজিবির সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশবাসী একটা নতুন শব্দ শিখেছে: রুট ভেজিটেবল ডিপ্লোম্যাসি। জুলাই আন্দোলনের পর যখন সবাই ভাবছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন... ...বাকিটুকু পড়ুন
ইতিহাসের সেরা ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচনের কর্মযজ্ঞ চলছে। দলে দলে সব সন্ত্রাসীরা যোগদান করুন‼️

বাংলাদেশের ইতিহাসে সর্ব নিকৃষ্ট দখলদার দেশ পরিচালনা করছে । ২০২৪-এর পর যারা অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে দেশ পরিচালনা করছে । তাদের প্রত্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে। আর শুধুমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।