মন ভেংচি দিয়ে বলে
কি রে বোকা আর কতদুর?
আমায় খুঁজে পাবি সেই নয়নে
যেখানে স্বপ্ন সবেমাত্র অঙ্কুর।
আমি নয়ন থেকে অশ্রু হয়ে
হাওয়া নিয়ে শুকিয়ে যাওয়া ,
এক ধূসর সুখের
গল্পে বেঁচে থাকি।
বেঁচে থাকি মুহুর্ত, মহাকাল,
বেঁচে থাকি আলোকবর্ষ ।
নিজসত্তা আবার হাসে,
কি রে বোকা আর কতদুর?
কতদুর সেই পথ?
থমকে যাবার কোনো উপায় নেই ,
যেখানে মহাকাল অতি তুচ্ছ
উজ্জীবিত হব সেই পথে
ভাঙচুর করে দিবো অসারতা।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



