২৩ বছর , সে মুখ দেখা হয়না
কত খোঁজ,কত একাকি বায়না ,
পাবার সুযোগ ক্ষীণ , মিছে অপেক্ষা ।
শেষ দেখায়,
বাদামি আর হালকা লাল স্কার্টে
তুমি আজ অবধি আমার কল্পনা ।
মৌসুমি, আমার দেওয়া নাম
তোমায় বলা হয়নি।
বলা হয়নি একটা গান লিখেছিলাম,
সে লিখা স্বার্থকতার সময় গুনছে
তোমার সুরের অনুপস্থিতিতে, অপেক্ষায়।
অনতিদূরের পাওয়াকে তুচ্ছ ভেবে
এতটা সময় পার করে ,
আজ পেরে উঠছি না
মনের সাথে বিতর্ক করে।
মৌসুমি, আমার দেওয়া নাম
তোমায় বলা হয়নি।

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



