
পঞ্চইন্দ্রিয় যখন সব সঠিক বলে ,
তখন না পাওয়ার এক খেলায় মত্ত থাকে
অবচেতন মন।
কি যেন নেই ,
নিজের সাথে ফাঁকি দেওয়ার অভিনয়ে ব্যর্থ হই ।
সর্বময় তার সাথে জুড়িয়ে আমার বসবাস নয় ,
এক প্রগাঢ় দূরত্ব।
কিছু পরিচয়, কিছু আলাপচারিতা ,
কিছু বাক্য বিনিময়, ধন্যবাদ জ্ঞাপন।
শেষ হয়েও কিছু রেশ নিয়ে বেঁচে থাকে,
''কি যেন নেই'' এমন এক শিরোনাম হয়ে ।
যাকে খুঁজে বের করা কঠিন হয়ে পরে ,
এক অস্থিরতা , একটা শান্তি , একটা পরিসমাপ্তি ,
যেখানে আবার সূচনার সূত্রপাত হওয়ার থাকে ,
আবার ও একই চক্র বিরাজমান ,
''কি যেন নেই নেই '' ।
এক অদ্ভুত অনুভূতি, যা খুঁজে না পাওয়া অবধি,
একই পরিমণ্ডলে ঘুরপাক খেতে হয়,
এদিক, ওদিক, সেদিক।
" কি যেন নেই " অবিয়োগাত্নক এক রোগ ,
প্রতি বেলা পর পর আক্রান্ত হই,
আক্রান্ত করে , আক্রান্ত হতে হয়।
অন্যরকম সুখ আর দুঃখের মিশ্রণ যেখানে,
সেখানে কি যেন নেই ।
ছবি: When my guitar gently wipe's Song (The Beatles)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



