
স্বভাবজাত অভ্যাস লুকিয়ে বা পরিত্যাগ করে
তোমায় কাছে পেতে চাইনি , পারিনি।
কাছে পেতে যা যা দরকার ,
তার সবই আছে আমাদের পরিপার্শ্বে।
আকর্ষণই যে শুধু প্রেমের উপাদান,
তা সঠিক নয়।
আমি তো বিকর্ষণের মাঝেও প্রেম দেখি।
প্রথম দেখাতে যদি কাওকে বিরক্ত লাগে ,
তা বলা যতটা সহজ ,
আবার ঠিক তাকেই মনের অগোচরে
ভালোবেসে ফেলে
বলাটা সহজ হয়ে ওঠে না।
তখন আশ্রয় নিতে হয় , প্রশ্রয় দিতে হয় ,
নানা রকম অভিনয়।
দিনশেষে কিভাবেই যেন একটা মিরাকেল ঘটে,
সব মিলিয়ে যায় , একাকার হয়।
অপলাপ তখন সৌন্দর্যমন্ডিত হয়ে
প্রেমের পূর্ণতা দেয়।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



