এই জ্বালাও পোড়াওয়ের ভেতর খানিকটা ভালোবাসার কথা বলে যাই তোমাদের
তপ্ত দুপুর,কাঠফাটা রোদের তীব্রতায়
তোমার ওড়না অথবা শাড়ির আঁচল খুব প্রয়োজন।
এসো আজ যোগ বিয়োগ বাদ দিয়ে
একটা কচি ডাব ভাগ করে দুজনে খেয়ে ফেলি।
কদম এখনো ফুটে নি ,
না হয় বকুলের মালা দিয়েই
সাজিয়ে দিবো বুনো খোঁপার ওপরে।
আজ রিক্সায় হুড উঠানোর কথা ভুলে যাব
ভুলে যাব তৃষ্ণা, আমাদের প্রস্থানের কথা।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৭