
এতো কাছে এলে দূরদর্শিনী অধরা,
আমি কী স্বপ্নেই বিভোর
এখনও হে অপ্সরা?
আহা,
এ যে প্রত্যক্ষই তুমি সম্মুক্ষে দাঁড়িয়ে প্রিয়তমা,
নির্ভয়ে প্রস্থান নিলো
মনে জমা ভয়ংকর সব অমা।
তোমা থেকে ছড়ানো বৈশ্বানর সমতুল্য দীপ্তি ,
মিটিয়ে দিলো মন অভীপ্সা,
লহরীর প্রশান্ত তৃপ্তি।
অভিভূত আমি চিমটি কাটি স্বপ্নের প্রগাঢ় অতল ক্ষণিকে ,
ভাবি, সত্যি কী তবে চির অধরা
অধমের সম্মুক্ষে ?
আহা ,
এ যে বাস্তব, অধরার হাত আমার হাতে ,
গগন হতে বৃষ্টি নামিল
মেঘমালা না চাইতে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৪ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




