আমার উষ্ম শরীর যখন
ব্যাথায় কাতর,
অবচেতন মন কখন যে
তোমায় খুঁজে নেয়, তা বলা বাহুল্য।
আমার অতৃপ্ত মন,
যাকে অবচেতন বলে দায় সারছি।
বাস্তবের আমি,অস্তমিত তুমি,
শঙ্কা ছাড়া মিলিত হতে চাই
মহাবিশ্বের যেকোনও প্রান্তে,
যেকোনও ব্যাসার্ধে।
যা কখনো হবার বা পাবার নয়,
তা নিয়ে ভাবতেই মানুষ ভালোবাসে।
আমিও ব্যতিক্রম নই
ভালোবাসি তা ই,যা পাবার নয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৫১