তবে, আগন্তুক হয়ে থাকতে আমার ঢের ভালো লাগবে
তুমি চেনার আগেই অচেনা নবীন বেশে বলবো,
ভেঙে যাওয়া এক মায়ার থেকে গত হয়েছিলাম,
কয়েক মহাকাল পেরিয়ে তোমার দুয়ারে আজ
ভালোবাসার ভিখারি,আমি স্পর্শ।
খুব শঙ্কিত বোধ করব প্রতিটি মুহূর্ত,
যদি চিনে ফেল?
যদি চিনে ফেল সেই হন্তারককে,
যাকে হারিয়ে নিজেকে করেছ আত্মভুলা,
ভুলে গেছ নিজের কান্না হাসির কারণ।
তোমার সেরে ওঠার আগেই আমার প্রায়শ্চিত্ত প্রয়োজন,
এক বুক আর্তনাদ নিয়ে যে পথে হেঁটে এসেছি
আর ফিরে যাবার কোনো ইচ্ছে বা কারণ
দেখার মতো চোখ আমার সাথে নেই।
ভালোবাসা হারায় না ,
খুনির বুকেও ভালোবাসা থাকে,
খুনের দায়ে সে ভালোবাসা নিমজ্জিত হয়
গভীর অতলে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩১