
উদ্ভ্রান্ত আমি কয়েকটি জালে আটকে গিয়েছি,
কেউ বলে যান্ত্রিকতা, কেউ বলছে মায়া,
কেউ কেউ আবার বলছে ধোঁকা,
কোনোটাই ফেলে দিতে পারিনি,
পরে দেখি সত্য বলেছে সবাই।
আমি দেখলাম, মানে স্বচক্ষেই দেখলাম
জালগুলো এক সময় একেকটি মুখোশে পরিণত হয়ে গেল,
সাদা, নীল, কালো আর খয়েরি,
তারা আমায় দিক নির্দেশনা দেয় এখনো।
মুখোশ গুলো যখন আমায় ধরে,
আমি অনর্গল বলতে থাকি,
সাজানো গোছানো মিথ্যা, তারপর গা ভাসাই একটা নোনা স্রোতে।
জেগে উঠি নির্দ্বিধায়,
কতগুলো ভয়ংকর অভিশাপ নিশ্চুপ বসে বসে দেখে আমার জেগে ওঠা,
আড়চোখে দেখে আমার পদচারণা।
'আমি' বলে যে শব্দটা প্রায়শই শুনি,
সেখানে দেখি সহস্র অনিয়ম,অনাচার,
তখন পারি না নিজেকে আড়াল করে জিজ্ঞেস করতে,
কে আমি ? গন্তব্য ?
নাহ, হয়ে উঠে না একদম।
'আমি" র নীরব মৃত্যুকে, মৃত্যু হিসেবে নেই নি,
মৃত 'আমি" কে বাঁচিয়ে রাখতে নামকরণ করেছি
''প্রগতিশীলতা'',আধুনিকতা।
অথচ প্রগতিশীলতা বার বার চিৎকার করে বলছে
ওই মুখোশগুলোকে টেনে খুলতে,
বিপরীতে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে সেই মুখোশগুলোই
বিক্রি করছি চড়া মূল্যে।
আজ,
বেরিয়ে পড়েছি নতুন দিগন্তে, নতুন উদ্ভাসে,
উদ্দেশ্য খুব সরল, সোজা, নিজের খোঁজ করা।
পথে বেরিয়ে দেখি,
এপাশ ওপাশ হতে কতজন আজ আমার সাথে হাঁটছে ,
তারাও মুখোশের কথা বলছে ,
বলছে মুখোশ গুলো ছিড়ে ফেলার গল্প ,
বলছে মানবিক প্রগতিশীলতার গল্প।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


