
টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওমানের বিরুদ্ধে দাপুটে জয় পায় বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভে উঠে যায় টাইগাররা।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দল পরিচালনায় ভুল করেছেন মাহমুদউল্লাহ । বোলিং পরিবর্তনে তার অমার্জনীয় ভুলের কারণে বাগে পেয়েও শ্রীলঙ্কাকে হারানো যায়নি। তার এই ভুলগুলোর সঙ্গে যোগ হয়েছিল গুরুত্বপূর্ণ সময়ে লিটন দাসের দুটি লোপ্পা ক্যাচ মিস, যা দলের পরাজয়কে ত্বরান্বিত করেছে। তাদের জন্য ১৪ বছর পর টি২০ বিশ্বকাপে একটি টেস্ট খেলুড়ে দেশকে হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল।
ম্যাচের শেষ ৮ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮২ রান। তখন ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে এসেছিল। কারণ ওই ৮ ওভারের মধ্যে মুস্তাফিজের তিনটি ও সাকিবের দুই ওভার বাকি। এর মধ্যে সাকিবের জোড়া আঘাতে শ্রীলঙ্কা তখন থরথরিয়ে কাঁপছে। এমন সময়ই কিনা ভুলটা করলেন মাহমুদউল্লাহ। সাকিব-মুস্তাফিজকে বোলিংয়ে এনে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর বদলে তিনি পার্টটাইম বোলারদের আক্রমণে এনে লঙ্কান দুই ব্যাটারকে উইকেটে থিতু হওয়ার সুযোগ দিলেন। আর সাইফউদ্দীন এক ওভারেই দিয়েছেন ২২ রান ৩ ওভারে ৩৬ রান এখানেই ম্যাচ অনেকটা বেরিয়ে গেছে।
মাহমুদউল্লাহ বোলিং পরিবর্তন কাজে না আসার পেছনে লিটন দাসও দায়ী। মাত্রই উইকেটে আসা ভানুকা রাজাপাকসে আফিফের বলে সুইপ করে সীমানায় ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সহজ সে ক্যাচটি অবাক করে দিয়ে ফেলে দিয়ে চার বানিয়ে দেন লিটন। এ ১৪ রানে জীবন পাওয়া রাজাপাকসে ৫৩ রান করে আউট হন। ক্যাচটি ধরতে পারলেই সফল হয়ে যেত অধিনায়কের পরিকল্পনা। তবে এখানেই শেষ নয়, দুই ওভার পর মুস্তাফিজের বলেও অভাবনীয়ভাবে চারিথা আশালঙ্কার ক্যাচ ফেলেছেন লিটন। লিটনের মনোযোগ সরে যায় আসলে আউট হয়ে বোলার লাহিরু কুমারার সঙ্গে তর্কে জড়ানোর পরই। যার ফলে দলের সেরা ফিল্ডার হয়েও দুটি লোপ্পা ক্যাচ মিস করেন তিনি। তার এই মিসের খেসারত দিতে হয় পুরো দলকে।
সবমিলিয়ে ১৭১ রানের বড় স্কোর করেও জিততে পারলোনা বাংলাদেশ। কবে এই ভুল ভ্রান্তি দূর হবে আমাদের কবে ট্রফি বগলদাবা করবে বাংলাদেশ।
তথ্যসূত্র ঃ দৈনিক সমকাল।
ছবি কৃতজ্ঞতা প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




