
২।

১ ও ২ নং ছবি দুটি নওগাঁর ঘুঘুডাঙ্গা এলাকার । বাংলাদেশে সব এলাকায় যদি এমন সুন্দর রাস্তা থাকতো তবে সবাই চোখ জুড়ানোর অনুসঙ্গ পেতেন। যেন রাস্তার সাথে সবুজের মিতালী।
৩।

এটা বিদেশের কোন ছবি নয়। আমাদের বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ছবি।
৪।

কুয়াশার কুহক। যেন কোন এক যাদুবাস্ততার শহরে নিয়ে যাচ্চে পথিককে। এই পথ যদি শেষ না হয়।
৫।

আমি এমন পথটি ধরেই হেটে হেটে বাংলার রূপ দেখে যেতে চাই।
৬।

এক কিশোর অপার বিষ্ময়ে দেখছে বাংলার আকাশ। শহুরে জীবনে এমন সুন্দর দৃশ্য মাঝে মাঝে দেখা যায়।
৭।

জীবনানন্দের রূপসী বাংলাকে আবার ফিরে পেতে চাই। যেন হাজার বছর ধর দেখি তার রূপ।
৮।

এমন নীল আকাশ দেখে বুকের ভিতরে কিসের তৃষ্ণা বাড়ে, কে হারাতে চায় তারে, বারবার ফিরে আসি বাংলার পাড়ে।
৯।

যুদ্ধ দেশ, জাতী, জনপদ, মানুষ সবই ধ্বংস করে দেয়। সিরিয়ায় চলমান যুদ্ধে পা হারানো বাবা আর অর্ধাঙ্গ হারানো ছেলে। বেঁচে তাই তারা আবার হাসছে। কিন্তু গভীরভাবে ভাবলে চোখে জল চলে আসে। আহ মানুষ! আহ যুদ্ধ! (ছবিটি আল জাজিরা থেকে নেওয়া)
শুধুমাত্র ৬ নম্বর ছবিটি আমার তোলা। আর বাকি সব ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে সংগৃহীত। ভালোলাগলো বলে এখানে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




