সুন্দর ছবি তুলতে মন চায় কিন্তু হয়ে উঠেনা যদিও চেষ্টা করে যাচ্ছি নিরন্তর। তবু যেখানে যা সুন্দর তা সংগ্রহ করে রাখতেতো পারি। তাই ফেবুর ওয়াল থেকে সংগৃহীত বাংলার কিছু সুন্দর ছবি শেয়ার করলাম। আসলে ভাল ছবি দেখলে মনও ভাল হয়ে যায়।
১। জীবননানন্দের ধানসিড়ির কথা মনে আসে, একদিন ভালোবেসে আবার ফিরতে চেয়েছিল বাংলায় হেসে হেসে।

২। দূর বনানীর ফাকে কে সবুজের ছবি আঁকে।

৩। লাজে রাঙা লজ্জাবতী, কোথায় তবে তোমার সাথী।

৪। আমি তোমার রূপে হলাম পাগল ও আমার বাংলা জননী।

৫। কে আপন কে পর, কি সুন্দর মাটির ঘর।

৬। সাধের নাও তুমি কইরোনা মোরে বৈরাগী।

৭। এই ধুলো মাটির পথ পাল্টে যায় মানুষের মত।

৮। মনের ভিতর মেরনা তীর, নষ্ট হবে সুখের নীড়।

৯। হাজার কোলাহলের ভিড়ে নীড়ের পাখি নীড়ে ফিরে।

ছবি-ফেবু থেকে সংগৃহীত আর লেখা(ক্যাপশন) নিজের।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




