
নামে কি আসে যায় ? কথাটার সত্য মিথ্যার গভীরতা নিয়ে কখনো ভাবিনি। তবে একটি সুন্দর নাম সহজেই হৃদয়ঙ্গম হয়। দাগ কাটে। মনে থাকে। অল্প কজন মানুষ ছাড়া নিজের নাম নিয়ে মানুষ খুশি নয়, যেমন খুশি নয় হাতের লেখা নিয়ে, নিজের চেহারা নিয়ে। নিজেরটা নয় কেবল অপরেরটাই ভালো লাগে।
ঘটনাটা ২০০৮ কিংবা ২০০৯ সালের। তখন আমাদের এলকায় নৌযোগাযোগই প্রধান মাধ্যম ছিল মহাসরক থেকে কোন রাস্তা সরাসরি পাকা হয়নি। আমি আমার বোন ও একমাত্র ভাগ্নি যার নাম মম তাকে নিয়ে ট্রলারে দাউদকান্দি যাচ্ছি যেখান থেকে বাসযোগে ঢাকা যাব। তো ভাগ্নি পানি দেখে বেশ উৎফুল্ল। সে পানি ধরতে চায় আমি তাকে নাম ধরে ডেকে নিষেধ করি। এভাবে বেশ কবার তার নাম নেওয়ার কারণে পাশে বসা এক মহিলা আমার বোনকে বলল- আফা আমনের মাইয়ার নামডা কি ? ওর ডাক নাম মম। মহিলা বিষ্ময়ে বলল-মম মানে দুইডা ম। এইডা আবার কিমুন নাম ?
মহিলার কথা শুনে আমরা থ বনে গেলাম। এত সুন্দর একটা নাম বাছাই করে রাখলাম মহিলা বলে কিনা এইডা আবার কেমন নাম, জীবনেও শুনিনাই। মম নামে যে একজন অভিনেত্রী আছেন দেশে বোধ করি তিনি তা জানেন না। পরে তাকে বলা হলো ওর পুরো নাম -উম্মে হাবিবা মম।
মহিলা সেই থেকে যে ঝিম মেরে কি ভাবছেন বলা মুশকিল। আসলে নামে কি কছিু আসে যায় ?
ছবি নেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




